অপরকে প্রশ্ন করার আগেই,
নিজেকে ধাঁধায় পেলাম..
নিজের সাথে কাটানো মুহূর্ত ,
আজ অচেনা লাগে ..
দুই মনের অস্তিত্বকে ,
আমি স্পর্শ করেছি ..
তাদের অন্তরের নিবিড় সম্পর্ক ,
সত্যিই মুগ্ধকর ...
তারা যেন সময়ের ব্যাবধানে,
একে অন্যের বশে...
আয়নায় দাঁড়িয়ে প্রশ্ন করি ,
তাৎক্ষণিক অবস্থার ..
উত্তর যেন অকপটে বেরোয় ,
তবে উত্তরদাতা অজানা ..
দ্বিধা তাই ফলের আশায় ,
নিশ্চুপে  বাসা বোনে ..
কখন কে ভাবায় জানিনা ,
পথটার শেষ নেই ...
অজান্তেই কখনো জিতে গেছি ,
নতুবা মুখে রুমাল চাপা ...
চোখ মুখে জলের ঝাপটা ,
নিজেকে পাল্টানোর চেষ্টা ..
সেই চেষ্টাতে গড়ে উঠেছে ,
ব্যর্থতার খনি ...
দাগ গুলো সাবান দিয়ে ধুয়েছি ,
তবে যায় নি ..
অভ্যন্তরের দাগ কি আর ,
জলে মোছা যায় ...?
তবে ভালো মন্দের আমিটা,
লোক বিশেষে ..
তবু যেন আমি জেগে উঠি ,
রাত্রি নিশীথে বারে বারে ..