ডাস্টবিনে পড়ে আছে সব,
স্মৃতি চরণার সময়গুলো।
কেউ আওড়াবে না সেই দিন,
তাতে কি বা এসে গেল।।
নিয়ন্ত্রিত যখন নিয়ন্ত্রণ পায়,
পরোয়া তখন কিসের?
বালিশ ভেজা চোখের জলে,
মনে আছে সে বালিশের।
গল্প গুলো চেপে রেখে দিও,
লিখতে পারো পাতায়
জানতে পারলেই জুতো পিটিয়ে,
গ্যাঁড়া বানাবে তোমায়।
শেষ হোক বাপু শেষ হোক,
রঙ বদলের খেলা।
চুপ করে সে বোবা প্রাণটার,
শুরু হোক কথা বলা।
হিংসে হবে দিনের শেষে,
সেটাও সবার জানা।
সেটা উচিৎ সেটাই স্বাভাবিক,
কেউ করবে না মানা।।
ভয় নেই গো ভয় নেই,
বেশী ভেবে ফেলোনা।
তোমার দেওয়া গণ্ডি দাগ,
পার হওয়া যাবে না।
শুধু জেনে রেখ,
" মাথার ঘাম যে যেমন খায়,
তার নৌকো ঠিক ততটাই যায়.."