তারা দুটো তরীর মত,কথাগুলো পালে হাওয়া
গভীরতা বেড়ে গভীর,মাথা ঠিক পায়ের লাগোয়া
দোষটা ভুলবশত গলায়,চেপে ধরে করেছে অসাড়
নির্বাক শ্রোতার মত,সুযোগে বেরিয়েছে শুধু ধিক্কার
ক্ষমাপ্রার্থী তবু,ক্ষমার ছবি একবারও চোখে পড়েনি
শেষে আদ্র পায়ে ফিরে আসা,মন করমড় করেনি
দিনটার প্রকাশ্যতা বদহজম, স্বপ্নেও ফোঁসকা পড়ে
সন্ধান যখন ভুলের,লজ্জার চোখ বিপথ ধরে