তোমার ঈদ আমার হোক,আমার পুজো তোমার;
বিশ্বাসেই মেলে নি:শ্বাস,হোক বিশ্বাসের ব্যবহার।
ধর্মের নামে অন্ধবিচার,মনুষ্যত্বেই হোক না বিলীন;
আতরের ঘ্রাণ ফুসফুসে আর,রক্ত হোক হিমোগ্লোবিন।
আলিঙ্গনের অজান্তেই যে,দুই হৃৎপিণ্ড গল্প করে;
মুখের চেয়ে বুকের কথার,মূল্য বেশী ওজন দরে।
নব যুগের প্রভাতে হোক,সম্পর্কের নব সংস্করণ।
তোমার বুকে আমার বুকেও,ছুটুক মাধ্যাকর্ষণ।