সৌন্দর্য যে চিন্তাধারায়,
প্রতিনিয়ত চলন্ত...
সময় কোথায় বিচারে,
ভাবনা যখন ক্লান্ত...
বর্ণের বিভেদ বোঝেনা,
ঘুমন্ত দুই চোখ...
বাহির তো বালির বাঁধ,
তবু অন্বেষণের রোগ...
মন যদি মন পায়,
প্রশান্তি মেলে...
ত্বক তো কাফন পাবেই,
হৃদয়ে মেঘ ঢেলে...
লাগাম ছাড়া কথাগুলো,
শুকায় দু'দিন পরে....
বোধের জ্ঞান ফেরত আসে,
যুগান্তরের ভোরে...
গুরুত্বহীন পাগলের প্রলাপ,
চাপা থেকে যায়...
রূপ কিনে সুখ বেচে,
শান্তি খুঁজে বেড়ায়....