সময়ের সাথে সাথে
সূর্য যখন ক্লান্ত হয়
পৃথিবীর সবরকমের
খিদের অনুভূতি
তার পেটে রয়।


বেলা বাড়ে খিদে বাড়ে
আসে চোখে জল
বড্ড খিদে তাই
শরীরটাও দুর্বল।


পিচগলা রাস্তায়
চলতে চলতে তার পা দুটো
আজও থমকে দাঁড়ায়
হ্যাঁ, এই অবেলায়
একটু খাবারের আশায়।


তার শতাব্দী প্রাচীন চুলের জটা
আর বিবর্ণ মুখ
কে জানে পথ-শিশুটি
হয়তো পেলেও পেতে পারে
কোনো এক আগামীতে
অঢেল খাদ্যের সুখ।