একটা কবিতার বই পড়লাম
অদ্ভুত!!
নানা বয়সের নানা কবিরা-
মেলে ধরেছে তাদের মনের রঙ-
চিন্তার বৈচিত্র্য আর স্বপ্নের ঢং।


একটা স্বপ্ন দেখলাম
সুখস্বপ্ন!!
নানা আমেজের নানা স্বাদের স্বপ্নেরা-
ভিড় করে এসে ঢেকে দিয়েছিল আমায়-
বুকের একদম ভেতর থেকে জামার হাতায়।


একটা কবিতা লিখে ফেললাম
বিক্ষিপ্ত!!
নানা ধারার নানা দৃষ্টিকোণ থেকে-
কিছু চিন্তারা এসে বাঁধা পড়ল সারিবদ্ধ সারি হয়ে-
বুকে বুক আর কাঁধে কাঁধ মিলিয়ে।