শুনেছি সত্য ই সুন্দর
দেখেছি সত্য ই ভয়ংকর
সত্যের মত বড় মিথ্যা
কী আছে কোথাও?


সন্ধ্যার পর্দার আড়ালে
পাখিরা ফিরে যায়
জীবনের নিয়মিত নিয়মে
......তবু ......
কিছু পাখি রয়ে যায়
নীড় থেকে দূরে।


আমারও ইদানীং আর
ফিরবার ইচ্ছে হয়না
কেবল ইচ্ছে হয় মিশে যাই
সেই পাখিদের ভিড়ে
যারা নীড়ে ফেরেনা ।


ইচ্ছে হয় উড়ে বেড়াই
কোন অপরিচিত সরোবরের
উপর দিয়ে প্রবাহিত
শীতল অথবা উষ্ণ
বাতাসে ভর দিয়ে ।


কিন্তু আমাকে রোজ
অনুভব করতে হয়
বাস্তবের অক্ষমতা
......অথবা.........
সত্যের মিথ্যতা ......।।