অনেক গুলো কঠিন কথা বলার পর......
এই চিঠিটা লিখছি......
জানিনা তুমি পড়ে কি ভাববে.....................


জলপাই পাতা যেমন রঙ ফিরে পায়............
বর্ণহীন বৃষ্টির ছোঁয়ায় ............
কেন তুমি আমার কাছে এসে ......
তেমনি ভাবে বর্ণীল হয়ে উঠ না?
কেন বোঝনা যে.....................
আমার ছবি আমাকেই আঁকতে হবে, বারে বারে.........
শিল্প হারিয়ে যেতে পারে শিল্পির অভাবে......
কিন্তু তোমাকে কি আমি হারিয়ে যেতে দিতে পারি!
নিজেকে প্রশ্ন কর একবার.........


একটা চকলেট এক টাঁকায় ও কেনা যায় .........
আবার বেশি ও খরচ করা যায়...........
একটা চকলেট এর পেছনেই.........
পরিনতি দুই ক্ষেত্রেই দাঁতের ক্ষতি.........
তেমনি তুমি আমাকে এক বার ডাকলেও পাবে.........
বহুবার ডাকলেও পাবে............


বেহুলা যদিও ঠেকাতে পারেনি,
তার সর্বনাশের কাল সাপকে......
আমি ঠিক ঠেকিয়ে দেব,
তোমার সকল দুঃখ ..................