বুকের ভেতর একটা দমবন্ধ ভাব
আমাকে ভাবাচ্ছে বেশ কিছুক্ষণ ।
জমে থাকা আবেগ এমন আশ্চর্যরকম নিখাদ-
শারীরিক অনুভুতির সৃষ্টি করতে পারে!
একইসাথে গলার কাছে অনুভব করছি
একটা পরিচিত কিন্তু অচেনা অস্বস্তি ।


কেবলি মনে হচ্ছে  সর্বশক্তিতে চিৎকার করে
যদি তোমার নাম ধরে ডাকতে পারি-
তবে দূর হয়ে যাবে এই অস্বস্তি ।
কিন্তু আমাদের তথাকথিত নাগরিক সভ্যতা
এধরনের আচরণ অনুমোদন করেনা ।


তাই আমি জানালার কাঁচ সরিয়ে
তাকিয়ে থাকি নীলাভ আকাশের দিকে
আমার দু'চোখে থাকে প্রতীক্ষা।
ঝম ঝম ছন্দের অঝোর ধারার বৃষ্টির অথবা
ঈগল পাখির ঘুম কেঁড়ে নেয়া বজ্রপাতের প্রতীক্ষা।


যার শব্দে চাঁপা পড়ে যাবে আমার
গলা ফাটানো চিৎকারের শব্দ।