ভর দুপুরে একটা কবিতার তৃষ্ণা পেলো
প্রচণ্ড তৃষ্ণায় যদিও বুকের ছাতি ফাটলনা।
কিন্তু মনের মাঝে একটা কাঁটা
খচখচ করে খোঁচাতে থাকলো।
তাই লিখতে বসলাম...।
কিন্তু কোন কাব্য এলনা আমাকে এই-
খোঁচা খাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি দিতে।


তাই আমি জাল পাতলাম।
আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে যেসব কাব্য-
তাদের কোনটাকেই ধরে কলম দিয়ে-
গেঁথে ফেলব আমার খাতায়।
তারপর মন ভোলানো সব স্তব দিয়ে তাকে মানাব পোষ।


কিন্তু পুরো প্রহর কেটে যাওয়ার পরও
কোন সুঠাম কাব্য আমার জালে ধরা পরেনি।
জাল তুলে আমি পেলাম কেবল
কিছু টুকরো শব্দ, এলোমেলো বিক্ষিপ্ত কিছু চরণ।
একটা শালুক পাতায় জড়ো করলাম-
কবিতার অমসৃণ টুকরোগুলোকে।
তারপর আরও এক প্রহর কাটালাম তাদেরকে
পাশাপাশি বিন্যস্ত করে কলমের দড়ি পড়াতে।