চাঁদের রঙ রুপালী আর মেঘের কোন রঙ নেই
সূর্য বা চাঁদ তাকে যে রঙ দেয়-
তাই তার রঙ হয়ে যায়।
রাতের রঙ কালো আর তার
প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে রহস্য।
বর্ণহীন মেঘের উপর আলোহীন চাঁদ যে
আলো ফেলে, আর তাতে যে
রহস্যের সৃষ্টি হয়, তা কখনই সূর্যের
আলোয় দৃশ্যমান হয়না ।


কালো আকাশের পটভূমিতে
মেঘগুলো যখন রুপালী চাঁদের আলোয়
আধো-আলোকিত অবস্থায় ভেসে বেড়ায়-
আমার মধ্যে তখন জাগে এক অপার্থিব অনুভুতি।
যেন দূরাগত কোন প্রলম্বিত সূরের টানে
মেঘগুলো যায় কর্তব্য পালনে।


অপার্থিব সেই দৃশ্যের নিচে চিরচেনা পৃথিবীটাও
হয়ে উঠে খুবই রহস্যময় আর অচেনা।
গাছের পাতার নিতান্ত স্বাভাবিক শব্দগুলোকেও
মনে হয় অন্য কোন জগতের বার্তা।
সহস্র শেয়াল যেন তাদের সম্মিলিত চিৎকারে
সায় দেয় আমার মনের রহস্যে।


হঠাৎ হয়ত চমকে দেয় কোন নিশাচর পাখির ডাক।
একটা ব্যাঙের ঘড়ঘড়ে আর্তনাদ থেকে
জানা যায় একটা সাপের উদরপূর্তির খবর।
কিছুক্ষণ পরেই হয়ত শোনা যায় হুটোপুটির
শব্দের সাথে ভেসে আসা কোন প্যাঁচার উল্লাসধ্বনি।
সাপটার সন্তানগুলো হারায় তাদের অভিভাবক।