আমি রাত ভালোবাসি
এর কারণ কেবল আমার আধারপ্রীতি নয়
বরং নিশাচর নিরবতাই
আমাকে আপ্লুত করে প্রতিবারে।
বাহারি সব রঙগুলোর সাথে সাথে
আঁধার শুষে নেয় দৈনিক কোলাহলগুলো।
আবার এই নিরবতার আছে নিজস্ব ভাষা।
নিশি-শব্দেরা আশ্চর্য রকম সরব হয়ে উঠে
রাতের নিরবতাকে বিনষ্ট না করেই।
আমাকে আরও একবার বুঝতে শেখায়-
নিরবতা মানেই নৈশব্দ নয়।
যেমনভাবে অমাবস্যা মানেই
নিছিদ্র অন্ধকারের নিশ্চয়তা নয়।