তোর সাথে দেখা হয়নি অনেকদিন।
আছিস কি আগের মতই?
তোর তো এখন ভরা যৌবন।
টইটুম্বুর প্রতিটি অঙ্গে-
ছলাৎ ছলাৎ করা আনন্দে-
এখনো কি খেয়ালী হয়ে উঠিস আগের মতই?
এখনো কি তোর খেয়ালী নাচের তাণ্ডবে
পূর্ণিমার চাঁদ দেখে ভয় পায় সন্ত্রস্ত তরমুজ চাষী?


তুই কি আমাকে ভাবিস ?
নিস্তরঙ্গ কোন বিকেল কিংবা
ঝিরি ঝিরি বাতাসে গা জুড়ানোর সময়?
মাঝে মাঝে মাঝরাতে-
আমার কানগুলো তোর হু হু করা ডাক শোনে।
তখন আমি তোর স্মৃতিতে আপ্লূত হই।
আমার চোখ তাকিয়ে থাকে ঘরের দেয়াল ভেদ করে
দূর, বহুদুরের কোন অচেনা গন্তব্যের দিকে।