'ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ঘাসের
শীষের উপর' চিকচিক করতে থাকা 'একটি শিশির বিন্দু'তে
আমার তৃষ্ণা মেটেনা।
আমার বুভুক্ষু হৃদয়
অনুভব করতে চায় আরও বিরাট কিছু।


আমি সংসার ছেড়ে অরন্যে যেতে চাই
নতুন করে ঘর বাঁধব বলে।
সুবিশাল কোন বৃক্ষের উঁচু আর প্রশস্ত ডালে
আমি বানাতে চাই আমার নীড়।
আমার জানালা থেকে আমি দেখব
দূর সমুদ্রের উথাল-পাথাল রূপ।


আমার পড়শি হবে মৃতভোজী শকুন
অথবা সুকণ্ঠী কোকিল।
মাঝরাতে হয়ত আমার বাসা কৌতূহল
উদ্রেক করবে কোন নিশাচর পেঁচার।
গোধুলি-লগ্নে আমি উঠে যাবো মগডালে।
সন্ধ্যার ম্লান আলোয় আমি দেখব-
প্রকৃতির অতিপ্রাকৃতিক সৌন্দর্য।