ঘুম ভাঙল একটা ঝমঝম শব্দে
খোলা জানালা দিয়ে তাকালাম বাইরে।
একটা পুলকের ঢেউ ঝাঁকি দিয়ে গেল
আমার সমগ্র সত্তা।
অঝোর ধারার বৃষ্টি ধুয়ে দিচ্ছিল মাতা ধরণীকে।
তারপর থেকে সারাদিন কাটল
অঝোর ধারার বর্ষণ দেখে।


দুপুরটা কাটল আকাশের সংস্পর্শে
আকাশ থেকে মেঘেরা জল হয়ে
নেমে এসে জড়িয়ে গেছে আমার সমগ্র হৃদয়ে।
বিকেলটা কাটল ধূমায়িত পানীয়-
আর নরম বিছানার আশ্রয়ে।


অবশেষে এই কালো আর সিক্ত রাতে
আমাকে ঘিরে ধরেছে নিরব নিস্তব্ধতা।
ঝমঝমে এই বৃষ্টির রাতে আমি
মোটেই কোন প্রিয়ার অভাবে কাতর নই।


কিন্তু আমার খুবই ইচ্ছে হচ্ছে-
ছেলেবেলার মত দাদীর কোলে মাথা রেখে
দুঃসাহসী রাজপুত্রের সাথে চলে যাই কোন রাক্ষসপুরীতে।
যেখানে ঘুমিয়ে আছে অনিন্দসুন্দরী কোন রাজকন্যা।
সে ঘুম ভাঙ্গানোর লক্ষ্যে-
ডাইনীর কালো মায়ার জাল ছিন্ন করে
সাগর ছেঁকে তুলে আনি রাক্ষসের প্রানভ্রমর।