দুরের পাহাড় আমাকে মেঘছানি দেয়
আর আমি ছুটে যেতে চাই, সেই আহ্বানে।
আমার অপেক্ষায় পাহাড় তার খয়েরি রঙ
ঝেড়ে ফেলে সবুজ হয়।
বুক চিরে উগরে দেয় সুশীতল জলধারা।
সেই জলে, তার পাদদেশে তৈরি হয় সরোবর।


শান্ত, নিস্তরঙ্গ আর টলটলে জলে
ঝিলিক দিয়ে উঠে রঙ্গিন মাছের পৃষ্ঠপ্রদেশ।
সাদা ডানায় আকাশ ঢেকে দিয়ে নামে ধবল বকের ঝাঁক।
পাহাড়ের বুকে শীত নামে আমাকে ছাড়াই।
পাতাগুলো সব ঝরে পরে আর বৃক্ষগুলো হারায় রঙ।


আমি জানতেও পারিনা আমার দেখা না পেয়ে
কি ভয়ঙ্কর অভিমান পাহাড়টা চেপে রাখে
তার ফেটে চৌচির হওয়া বুকে।
পাহাড়ের ডাক আমাকে করে বিষণ্ণ।
কালো ধোঁয়া ঢুকে গেছে মজ্জার অনেক গভীরে।
যেমন করে লক্ষ্মীন্দরের ঘরে ঢুকে পরেছিল বিষাক্ত সরীসৃপ।