সব ছেড়েছুড়ে চলে যাবে ছেলেটা
সত্যি চলে যাবে।
ধানসিঁড়ির তীরে ধবল বক হয়ে
ফিরে আসার সুযোগ পেলেও নেবেনা।


রাতের তারকারাজি হয়ত তাকে ডাকবে
মিটমিটে আলো জ্বেলে লোভ দেখাবে
নির্ঘুম আরেকটা রাতের।
তবুও আসবেনা এই পচে যাওয়া গলিত
শহরের শ্লেষ্মায় পা রেখে হাঁটতে।


এক চিলতে নীল আকাশ কিনতে চেয়েছিল সে
দুটো বুনোফুলের বিনিময়ে।
ঈশ্বর রাজি হলেন না।
তিনি কিছুই বেচতে চাননা।
তাঁর প্রত্যাখ্যানে কোন অবজ্ঞা থাকেনা।
তিনি বিরক্ত ও হননা।


তাই সে যাবে ঈশ্বরের কাছে।
মুখোমুখি আলোচনায় ঈশ্বর নিশ্চয়ই
তাকে বিমুখ করবেননা।