বিস্তীর্ণ ফসলের মাঠে যে বাতাস খেলা করে
সে বাতাসে কৃষকের ঘামের গন্ধ থাকেনা।
যেমনভাবে সৃষ্টিরহস্য আরও ঘনীভূত হয়
রাতের আকাশে নক্ষত্রের বিন্যাস দেখে।
কেবল আমার স্বপ্নগুলো হয় রুপান্তরিত।


ছেলেবেলায় আকাশ দেখে পাখি হবার সাধ হতো
ডানা ঝাঁপটিয়ে পেরিয়ে যেতে চাইতাম
আমার চারপাশের সকল বাঁধনের গণ্ডী।
কিন্তু পাখিদের বুক আমি বিদীর্ণ হতে দেখেছি
পিশাচ শিকারির পৈশাচিক উল্লাসে ।


তাই আমি এখন মেঘ হতে চাই
ভেসে বেড়াতে চাই পাখিদের আকাশে।
শিকারির বন্দুকের জবাব দিতে চাই
বজ্রের ঝলকানি দিয়ে।
জাগতিক সকল দুঃখের সাক্ষী হবো
শকুনের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে।


দুঃখগুলো বাস্প হয়ে উড়ে এসে
লেপটে যাবে আমার তুষারধবল দেহে।
দুঃখের তাপে কালো হয়ে আমি
বৃষ্টি হয়ে ঝরব চির-দুঃখী মানব জাতির উপর।