ঝমঝম বৃষ্টির শব্দে
ভুলতে বসা পুরনো গদ্যে।
আমি খুঁজি আমার আনন্দিত আন্দোলন
হৃদয়ের প্রস্থ, অথবা চরিত্রের খলন।
পাখিরা এখনো চিৎকার করে
ডুবন্ত মানুষ যেমন আঁকড়ে ধরে খড়।


নিরবিচ্ছিন্ন প্রতীক্ষাই যদি তুরুপের তাস হয়ে কথা বলে,
পাল্টে দেয় জীবনের চলমান ছক।
অবিরাম বদলানোর চেষ্টায় জীবন বদলায়।
কিন্তু গোঁড়া কোন পরিবর্তন বিরোধীর পরিবর্তন
ঈর্ষার জন্ম দেয় মানবিক হৃদয়ে।