আজকের চাঁদটা অনেক বড়
ওজনও কী খানিকটা বেশী ?
কিছুটা কী ঝুলে পড়েছে নিজের ভারে ?
টইটুম্বুর জ্যোসনার ভারে আকাশটাও কী
সীমানা ছাড়িয়ে নেমে এসেছে কিছুটা?


সমুদ্দুরটারও কী লোভ হচ্ছে ফুলে উঠে
ঝুলে থাকা আকাশটাকে ছুঁয়ে দেবার ?
ইচ্ছার মূল্য এখানে কতখানি ?
আদৌ কী আছে একটুও ?
নাকি সবকিছু প্রকৃতি নামের জটিল
হিসেবের জটিলতারই প্রতিচ্ছবি।


ঝমঝম বৃষ্টি দেখে কোন ব্যাঙের
মন কী নেচে উঠে আনন্দে ?
নাকি সে বাস করে
মন থেকে অনেক দূরে ?
সদ্য ছাড়া খোলসের বিহনে কোন
সাপ কি কাটায় একটা বিষণ্ণ বিকেল ?
নাকি নতুন খোলসের গন্ধে
তার মাঝে খেলা করে বিচিত্র পুলক ?


জীবাণুগুলোর কাছে কী রয়েছে
জীবনের নিগুঢ় কোন অর্থ ?
নাকি অর্থের অভাবই তাকে
বন্দী করেছে জীবাণুর জীবনচক্রে!


মাতৃকা বদলে যায় মাতৃত্বের মাদকতায়
কিন্তু নদীগুলো নিজেদের পথেই বয়ে যায়।
মৃত্যুটাও দেরী করেনা এক পল ।
আর ধরিত্রীটাও অপেক্ষা করে থাকে
তার সন্তানদের বুকে জড়াবার আশায়।