রাতের রঙ কালো
যদিও পূর্ণিমায় নয়।
দিনে থাকে আলো।
সূর্যটা হয় নির্ভয়।


রাত জাগা শিকারীর দল,
নিত্য নতুন কৌশল শেখে।
নদীটা বয়ে যায় কলকল।
চাঁদটা কলঙ্ক লুকায় জ্যোসনা মেখে।


শিরোনামহীন কবিতাগুলো অস্তিত্ব খোঁজে-
কবির কাব্যচর্চিত মস্তিষ্কের ফাঁকে।
ঝকঝকে আকাশ ঝকঝকে নয়-
বরং বেদনায় নীল হয়ে থাকে।