সমুদ্দুরটা ছায়া ফেলুক আমার দুই চোখে
পূর্ণতা যেমন করে ধারণ করে অপূর্ণতাকে।
আকাশটায় মেঘ জমে ঢেকে দিক চাঁদটা
তুষারকণা যেমন করে জড়ায় ঘাসগুলোকে।
আজ আমি ঘরে ফিরবনা একেবারেই
আজকের রাতটা ঘরে ফেরার রাত নয়।


গদ্যময় পৃথিবী ভরে উঠুক ছন্দে
চঞ্চল কিশোরী যেভাবে যুবতী হয়।
ভ্রমরগুলো সব ভুলে যাক ফুলের টান
যেমন যাযাবর হারায় ঘরের ঠিকানা
চাঁদের আলোয় চিকচিক করা বালি
বরাবরই ঢেকে দেয় অতীতের মানচিত্র।


অচেনা আগন্তুকদের ভিড়েই আমি
খুঁজি নশ্বর জীবনের নতুন অধ্যায়।
যেমনভাবে প্রাচীন কোন অথর্ব বৃদ্ধা
খুঁজে ফেরে তাঁর হারানো সন্তান।
এখন আর আমি শোক কিংবা বিরহে কাতর নই
কেবল দুচোখে নৃত্য করে উন্মত্ত জলের ধারা।