হৃদয়ে থেকে থেকে কেবল ভর করে কাব্য...।
সে কাব্য লেখনীতে আসেনা।
আমি চাই প্রতিটি লেখায় থাকুক কাব্যের ঝংকার।
যদিও আমি কাব্য বুঝিনা।
কবিতায় চেপে চলে যেতে ইচ্ছে করে দূরে কোথাও
তাই আমার লেখায় আসে কেবল
সব ছেড়ে ছুড়ে হারিয়ে যাওয়ার আকুতি।


আমার লেখায় আসে মরুভুমির বালির ঘূর্ণি
এলোমেলো বাতাসের খেয়ালী ঘোরাঘুরি
কোন অতৃপ্তির গল্প আমি লিখতে চাইনা
কোন কাতর হৃদয়ের আর্তনাদও আমি চাইনা
বরং আমি লিখতে চাই আমার অপ্রস্তুত স্বপ্নগুলোর কথা
বেখেয়ালে যারা হারিয়ে যায় বিস্মৃতিতে।
লিপিবদ্ধ করতে চাই প্রতিটি অথবা
অন্তত একটি প্রানের স্পন্দন।