দিশেহারা পতঙ্গ ঘর ছাড়ে
আলোর প্রতি নিখাদ আকর্ষণে
কিন্তু পতঙ্গের ডাকে কি কোনদিন
কোন আগুন ছেড়েছে ঘর?


মুক্ত পাখিটা উড়তে চাইছিল
ঘর হারাবার ভয় তার ছিলনা
হারিয়ে যাবার তীব্র আকুতি থেকেই
সে ছাড়তে চাইছিল ঘর।


ঘরের মায়া কাটানো নাবিকের
রাত কাটে নিঃসঙ্গ বাতিঘরে।
ধুসর চোখের দৃষ্টি বুভুক্ষের মত
খুঁজে ফেরে হারানো অতীতের ধ্বংসাবশেষ।


সাত রাজার ধন ফেলে
কেউ কি তুচ্ছ মালভূমির বুকে
আরও তুচ্ছ জলাভুমির গায়ে
আকাশের প্রতিচ্ছবি দেখতে চাইতে পারে !