কিছুই লিখতে পারছিনা। প্রাত্যহিক হট্টগোলের ফাঁকে
মাঝে মাঝে কিছু কথা লিখতে বড়ই ইচ্ছে হয়। লিখতে পারিনা অধিকাংশ ক্ষেত্রেই। মাঝে মাঝে কোন বাতিল খাম, পুরনো চিরকুট, মানে যখন যেখানে সুযোগ হয় দুই বা একটা পঙক্তি লিখি। যথারীতি, হারিয়ে যায় তাদের অধিকাংশ। এমন কিছু বিচ্ছিন্ন পঙক্তিগুলোকেই ধরে-বেঁধে তালা মেরে দিলাম।


দুই-->


এখানে বিকেলগুলো বেশ শান্ত
তবে রাতের মত নয়।
থেকে থেকে কেবল কান্না পায়
কষ্ট হয় গলার মধ্যখানে।
দুঃখ আমায় কাঁদতে দেয়না
আনন্দ দেয়না হাসতে।


এক-->


আকাশটাকে প্রশ্ন করা যায়না আর
বাতাস কে বাঁধা যায়না খাঁচায়।
ভুলে যাওয়া মানেই অতীত নয়
যেমনভাবে অস্ত গিয়েও রয়ে যায় সূর্যটা।
তুই মানবী তাই
আমিও মানুষ হতে চাই।


তিন-->


কী এক অজানা হাহাকার
বুকটা কেবল তোলপাড়।
পরাজয়ে বীরেরা ডরেনা।
আর চাতক পাখির গলায়
চিরকালের শুষ্ক মরুভুমি।