ছোটবেলায় ঘুড়ির সুতায় বাঁধা ছিল হৃদয়টা
রঙ-বেরঙের টুকরো হয়ে উড়ে বেড়াত মেঘের ফাঁকে ফাঁকে।
সাদা সাদা বক উড়ে বেড়াত নির্ভয়ে
শিকারির বন্দুকের গুলির কর্কশ শব্দ আর
বারুদের ঝাঁঝাল গন্ধ ছিল অনুপস্থিত।


কৈশরে হৃদয় বাঁধা পড়েছিল এক কণা চাঁদের কাছে
জোছনার সমুদ্রে ডুবে যেতে যেতে আমার কণ্ঠনালী
শুকিয়ে খট খট করত এক ফোঁটা জোছনার জন্য।
রক্ত প্রবাহ দ্রুততর হলেও, সেই সময়টায় আমার
স্থবির মস্তিস্ক উদ্দাম আবেগে ভুলেছিল কবিতা ।


রসুইঘরের জানালায় মায়ের ঘর্মাক্ত মুখমণ্ডল
আমাকে আপ্লুত করেছে যৌবনে।
অস্তিত্বের সবটুকু উজার করে ঢেলে দেয়া ভালবাসার
ভাঁজে ভাঁজে জমা হয়েছে পিছুটান
আমি সেই টান অগ্রাহ্য করতে পারছিনা, এখনো।