পথের ধারের বাচ্চাগুলো দেখে, নিজেকে খুবই ক্ষুদ্র আর নিজের জীবনটাকে খুবই অর্থহীন লাগে। তাই এই তুলনার প্রয়াস। কিন্তু যথারীতি, ঠিকভাবে তুলনাটা এলোনা। তারপরও প্রায় ছয় মাসের চেষ্টায় আজ শুরু করতে পেরে খুশি হয়ে গেলাম। পরবর্তীতে এই তুলনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে নিয়ে আজ এখানেই শেষ করলাম।


পথের শিশু ওরা
পথেই তাদের বাস।
পথের ধারে জন্ম
বিছানা পথের ঘাস।


আমার বাস অট্টালিকায়
শীতাতপ এখানে নিয়ন্ত্রিত।
সুরক্ষিত জন্মস্থান,
আরও দৃঢ় হয় নিয়মিত।


তাদের স্বপ্নে থাকে থালাভরা ভাত
দৃষ্টিসীমায় থাকে তারাভরা রাত।
আমার স্বপ্নগুলো হয় বর্ণহীন-
মানবিক ক্ষুদ্রতায় পরিপূর্ণ লীন।