লিখতে পারছিনা। কিছুই আসেনা মাথায়। মাঝে মাঝে দুই একটা চরণ এসে সুরসুরি দেয় মস্তিস্কে। কিন্তু লিখতে বসলেই পালিয়ে যায় শব্দগুলো। বিস্মৃতির অতলে হারিয়ে যায় সুরসুরি দেয়া পঙক্তি। গায়ের জোড়ে, ধরে বেঁধে আজ সারাদিনের সুরসুরি দিতে আসা শব্দ আর চরণগুলোকে আটকে দিলাম।


আজ আমি গান গাইব
গলা ছেড়ে আর প্রাণ খুলে
গায়ে মাখবো ধুলোর গন্ধ।
পেছনে তাকাবনা একবারও
কেবল ধুলোর ঝড় উঠবে আমার
প্রতিটি ফেলে আশা পদচিহ্নের চারপাশে।


আজ আমি ঘরের ছাদ, মেঘ আর আকাশ
ভেদ করে ছাড়িয়ে যাব মানবিক সাধ্যের সীমানা।
বিদ্রোহী কবি নজরুল কিংবা প্রিয়ার বুকে সুগন্ধ
খুঁজে বেড়ানো কবি সুনিলের মত নয়
আমি উঠে যাব, মেঘগুলোর গা ঘেঁসে
মেঘগুলোর মতই ভাসতে ভাসতে।