একফালি মেঘ খাওয়ার সাধ আমার শৈশব থেকে
পেঁজা তুলোর মত সাদা একটা টুকরো
ঝাঁকেঝাঁকে বলাকারা উড়ে যায়
সরাসরি তাদের গন্তব্য অভিমুখে।
রাতের বাতাস বরাবরই শীতল
উষ্ণতা দানকারী সূর্যটা থাকে অনুপস্থিত।


জোনাকিগুলো আলো জ্বালিয়ে রাখে-
তাদের রোজকার নিয়মমতো।
শিকারি ব্যাঙ শিকার হয়
মারা পড়ে বাঁচার তীব্র আকুতি নিয়ে।
ধার করা আলোয় জ্বলজ্বল করে-
কলঙ্কিত চাঁদের অহংকারী দেহ।


দোর্দণ্ডপ্রতাপ, বনের রাজা সিংহকেও
কালের খেয়ায় চেপে ছাড়তে হয় রাজত্বের মোহ।
তাই বলে হরিনেরা স্বস্তি পায়না মোটেও।
বরং নতুন রাজার তারুন্য তাদের-
রোজকার জীবনটাকে করে তোলে পুনরায় দুর্বিষহ।
নির্বিষ বানরগুলো কপাল চাপড়ে আক্ষেপ করে।