ভাল্লাগেনা আকাশ বাতাস-
প্রাণ করে হাঁসফাঁস।
বসে বসে বার মাস
ঠোঁটের কোণে চিবুই ঘাস।
ভাল্লাগেনা আকাশ বাতাস-
প্রাণ করে হাঁসফাঁস।


নিশিরাতে উঠে বাঁকাচাঁদ
হৃদয়টার আর্তনাদ।
মাথার উপর আকাশ ছাদ
মেঘের ফাঁকে অতল খাদ।
জীবন পাতে মরণফাঁদ
সুখ আর দুঃখ একদম বাদ।


শৈশবের রঙ্গিন ঘুড়ি
স্মৃতির পাতায় সুড়সুড়ি
মায়ের হাতের রঙ্গিন চুড়ি
পিঠে ভরা বেতের ঝুড়ি।
সাগর তীরে কুড়াই নুড়ি
সুতো কাটে চাঁদের বুড়ি।


ভাল্লাগেনা আকাশ বাতাস-
প্রাণ করে হাঁসফাঁস।
বসে বসে বার মাস
ঠোঁটের কোণে চিবুই ঘাস।
ভাল্লাগেনা আকাশ বাতাস-
প্রাণ করে হাঁসফাঁস।