মহাপরাক্রমশালী সম্রাটদের পরাজয়
অনাকাঙ্ক্ষিত কোন বিস্ময় নয়।
তাই আমি সেই দিনমজুরকেই ভাবি, যার-
সারাদিন খেটে উপার্জিত অর্থের সিংহভাগ
চলে যায় নাম না জানা পতিতার কাছে।


জীবনটাকেই যদি সবচেয়ে বড় মিথ্যা বলি
মৃত্যুটাকে কীভাবে এড়িয়ে চলি?
মিথ্যার প্রতি আমার ভালবাসা আজন্ম
আর সত্যটা আমাকে তাড়া করে
হিংস্র কিন্তু আহত সিংহের মত।


ঝাউগাছগুলো কাঁধে কাঁধ মিলিয়ে দাড়িয়ে-
ঝাঁকড়া মাথাগুলো দুলে দুলে ঢেউ তোলে
বুক ভরে রাতের বাতাস টানতে গিয়ে
বাতাসের সাথে বুকে কি কিছুটা আঁধারও
ঢুকে গিয়ে বাসা বাধে?


অবশেষে আজ বুক ফুলিয়ে দাঁড়ালাম
জীবন আর মৃত্যুর উপত্যাকায়।
মৃত কোন নগরীর মাঝখানে মাথা উঁচু করে
দাড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত অট্টালিকার মতো নিঃসঙ্গ
কিন্তু এখনো আমার ঝুড়িতে একঝাঁক না বলা গল্প।