আসুন আজ একটু অন্যভাবে দেখি,
ভাবি কিছুটা ভিন্নভাবে.
খোলা কোন মাঠে শুয়ে পড়ে কাণ পাতি।
আর অনুভব করি ধরিত্রীর স্পন্দন।
নীল রঙের আকাশটার দিকে আরেকবার তাকাই
বুক ভরে আরেকবার টেনে নেই বিশুদ্ধ ভোর।


আসুন কেবল সামনের দিকে তাকিয়ে না থেকে
আজ একটু ঘুরে তাকাই পেছন দিকে।
ভবিষ্যতের অনিশ্চয়তা গুলোকে পাশ কাটিয়ে
আসুন আজ অতীতটাকে চিবুই আচ্ছা করে।
মেরুভাল্লুকের মতো গুড়ি মেরে পড়ে থাকা
সুখগুলো জেগে উঠুক গা ঝাড়া দিয়ে।