বৃষ্টি হচ্ছে । ঝুম বৃষ্টি। রাত জেগে হালাল করছিলাম জীবিকা। ত্যাক্ত – বিরক্ত। হঠাৎ খেয়াল করলাম মনে মনে বিচিত্র সব শব্দ আওড়াচ্ছি। বেশ অবাক হলাম। সাথে সাথেই মনে হল ধরি শব্দগুলোকে ! কিছু ধরলাম। কবিতার আসরে দিয়ে দিলাম। কারো বিরক্তি উৎপাটন করে থাকলে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।


রাস্তাগুলো ভিজছে !
পানিগুলো উড়ছে !
বাচ্চাগুলো নাচছে-
শুধু কাঁদছে বিকেলটা।


আহারে ! বরষা
মিছে-মিছি হতাশা!
চিনে-গুর বাতাসা!
বাহ! বেশ! খাসা !


যা! তুই ফিরে যা।
রাক্ষুসে নদীটা।
বকগুলো দিয়ে যা।
খিদেটাকে নিয়ে যা।


রাত্তির গম্ভীর
মেঘগুলো চণ্ডীর।
জিভে খোঁচা দিয়ে দাঁত
চাঁদে হাত মন্দির।


কিংশুক লুটেরা
ফুলখুকী ছুটেরা
কিরি মিরি তিরকা
ইরি ধান মিরকা।


সাবধানে হেঁটে যাও
প্রাণখুলে গান গাও।
দুটো দানা মুখে দাও
তারপরে সোনাগাঁও।