এখানে মৃত্যু এসে নিঃশ্বাস ফেলে
জীবনের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে
অপলক।


দুর্বল হৃদপিণ্ড, উদ্দাম ঢাকের শব্দ করেনা
কেবল পুরাতন ঢেঁকির মতো
ধুপ-ধুপ করে বাড়ি খায় পাঁজরের সাথে।
কিছু স্বপ্ন এখনো জ্বলজ্বল করে
বন্ধ চোখের পাতায় নৃত্য করে।


নীলাকাশ বাদামী হয়
আর ঘাসফুলগুলো ফ্যাকাসে।
টুনটুনি এখনও বাসা বাঁধে
পাতার সাথে পাতা জোড়া দিয়ে
সেলাই করে স্বপ্ন দিয়ে।