স্বার্থের কথা বলে খোঁটা দিসনা-
তুই কম স্বার্থপর নস।
চল তোকে নদী দেখাই,
যে নদীর পাড়ে ভাঙ্গনের শব্দ নেই।
চোখের লবণ গালে মেখে
রাতগুলো সেখানে লুটোপুটি খায়।