ধরণীর গন্ধটা আজ অনেক বেশি ঝাঁঝালো
বৃষ্টি পরবর্তী ভেজা মাটির সোঁদা ভাব নয়।
কিংবা উন্মাদ মরুঝড়ের দিকভ্রান্ত ধুলিকনার আঘাতও নয়।
বরং এই ঝাঁজ আমাকে মনে করিয়ে দেয়
তোর ফেলে যাওয়া পথের থিতিয়ে আসা ধুলোর কথা।


উত্তপ্ত সূর্যের নীচে নিস্তেজ দুপুরগুলো
নতুন করে জন্ম দেয় পুরাতন স্বপ্নগুলোর।
মেঘের উপর থেকে চেয়ে থাকা শকুনের মতো
আমার দীর্ঘায়ু প্রতীক্ষাগুলো চক্কর খায়।
আবর্তিত হয় আমার ক্ষয়িষ্ণু আর জৈবিক ভেলাটা ঘিরে।