সকাল হতে চুপটি মেরে তন্ময়তে
খেজুর ডালে বাবুই তুমি বোবা হয়ে !
বসে আছ অশ্রূজলে নত চোখে
নেইনি কেউ তোমার খবর কষ্ট দিয়ে?


সঙ্গি কি আজ তোমায় ফেলে পালিয়েছে ?
না কেঁদোনা না কেঁদোনা আসবে ফিরে
ভালোবাসা চুপ থাকে না কষ্ট দিয়ে তাকে
যদি তুমি প্রেমের ডোরে বেঁধে রেখে ছিলে।


ভেবোনাকো অন্য গাছে অন্য শাখে
আনন্দেতে হাসিমুখে নীড় বেঁধেছে
বুকের চাপা অভিমানে ঘুরছেসে
কেঁদে কেঁদে এ গাছ থেকে ও গাছে তে।


ভেবে দেখো ভেবে দেখো অতিত পানে চেয়ে
কষ্ট দিয়ে কষ্ট দিয়ে পাথর করে ছিলে
অনেক দিনের অভিমানে পালিয়েছে আজকেসে
স্বইচ্ছায়ে চলার তোমার পথ গড়েছে।


চুপ থেকো না চুপ থেকো না বেরিয়ে যাও খোঁজে
রাগ পুড়িয়ে লজ্জা ফেলে ফিরায় আনো তাকে
দেরি হলে চোখের জলে ভেসে চলে যাবে
অবহেলায় দূরে গেলে আসবে নাকো ঘুরে।