সেদিন লখনউ শহরের রাস্তাঘাট
অফিস কলেজ দোকান বাজার হাট
স্তব্ধ শোক দুঃখে উদাসিন হয়ে গেল-
তুমি চলে গেলে প্রয়ানের ছায়া ফেলে।


সংসারের তীব্র বেদনা নিয়েও তুমি
সকলের সামনে শুধু হেসে গেছো যানি-
হাসিয়েই ছিল তোমার বাঁচার মন্ত্র
প্রান খুলে তাই হেসে যেতে যত্রতত্র ।


কলকাতা এখনো তোমাকে ভূলতে পারেনি
সেখানের মাটি তোমার জনম ভূমি
"সে ডাকে আমারে"- তোমার সেই গান করে
আছো ছুটে যায় বাঙালির প্রান বিভরে।


আবার এসো হে ওষ্ঠ ধারে মৃদু হেসে
জাগতিক দুঃখ ঠোঁটের কোনে রেখে-
অতীত সঙ্গিতে বঙ্গ জননীর কোলে
অতুলপ্রসাদ; নব নব সুর তুলে।