ক্রোধ ছিনিয়েছে তোমার বিবেকে
কীভাবে ফিরবে তুমি মমত্তের পথে-
নীরবতার ভাষা বুঝবে কি করে-
অশ্রুতিক্ত তার আঁখিপানে চেয়ে?
 
মেঠো পৌষের ভোর আগুনের মতো
সমস্ত শীতল তুষার মুছে- চোখ তুলেছো উত্তাপে;
ভ্রষ্ট হয়েছে ভালোবাসা- শুধু ছাঁই জেগে
তাই নিঃস্বতা অনুভব কর আকাশে বাতাসে।


নীরব থাকার মাঝে জেগে রয়; অনেক কথা
অতীতের হাঁসি দুঃখ যন্ত্রনা বিরহ ব্যথা
সে কথা তোমায় কি ভাষায় বল বোঝায়
বুকফাটা যাতনায় জর্জরিত প্রানে।


তার খবর নাওনি তুমি- বাঁধা আছ জিদে
ওর কান্নার শব্দ আসে কি কানে- নাকি বধির!
তবু ভালোবাসা তার মনে আছে জেগে
ভোরের সজিব শিশির কনার মতো।


হাজার প্রশ্নে বিধৃত হয়নি তোমার হৃদপ্রাচীর
নাকি তোমার নিরব ভাষায় তাকে বিদায় দিচ্ছ?
তোমার ভালোবাসা দ্বীপশিখা নিভিয়ে দিয়েছো-
তার আর কোনো মূল্যতা অনুভূব করোনা।


যেদিন বিবেক আবার ছাড়া পাবে জিদের থেকে,
ছাঁইচাপা আগুন আবার জেগে উঠবে লাল আভায়-
সেই বিক্ষুব্ধ তাপে পুড়ে যেতে দিও না নিজেকে,
সেদিনও নিভৃতে কেঁদো না- নিরব থেকো।