সূর্যের অন্তিম লগ্ন ছিনিয়ে-
তারা এসেছিল নিসর্গ ভালোবাসা নিয়ে
বেতোয়ার ঢেউয়ে ভেসে যমুনার জলে
নম্র হৃদয়ের একরাশ জমকালো প্রেম মিলে।


সেদিন বালুকায় সোনালি আলোর মরিচিকা-
সোনালি বসন পরে এসেছিল সেই প্রেমিকা
নাবিকের মর্মে- হর্ষ তরীর চারিপাশে
রূপসি চাঁদ- নদী জলে গেছে মিশে।


সাতপাকে বেঁধেছিল- সাতটি প্রেমিকার ছলে
স্নিগ্ধ স্পর্শের মোড়কে - নাবিক হর্ষ বিহ্বলে,
চমক লাগিয়ে সোনালী চূলক উড়িয়ে
তমালের উঠনো- আঁধারের কালি পুড়িয়ে ।


রাত্রিটা ছিল স্বপনীল- স্বপ্নের নাবিক
যমুনার জলে ভাসমান-সে এক উজ্জ্বল তারিক;
সারারাত ধরে প্রেমের ছিল না তার সীমা
রাত্রীটা সেদিনের আলাদা- বুদ্ধ পূর্ণিমা।