আমি জ্বলন্ত এক অগ্নিপিন্ড
ক্রোধ নিয়ে সৃষ্টি-
আরো জ্বলি আমি বুভূক্ষের কষ্টে
বারুদের মতো নিমেশেই উগ্র হয়ে যাই
ফুটপাতে শিশুটির অশ্রু দেখে।
আমি অনেক দেখেছি ক্রোধান্নিত চোখে
দরিদ্রের ছবি।
বৃষ্টি আসে তোমরা লাগিয়ে দাও দরজা,
তারা থাকে বাইরে;ভয়ানক বিদ্যূৎ-এ মারা পড়ে একের পর এক।
তোমরা চাও ক্ষুধা,কিন্ত তারা চাই খাদ্য।
তোমরা কত অনিহা-অবহেলা করে ক্ষাদ্য খাও,
কিন্তু তারা কত উৎফুল্ল হয়ে
তোমাদের ফেলে দেওয়ার আগের,
ভাতের ফ্যান টুকু চায় যান?
তোমরা কত নিষ্ঠুর!
তাদের ওই ফ্যান টুকুও দাও না তোমরা।
আমি একা,আমি উন্মাদ অগ্নিপিন্ড;
নেই আমার কোনো পথ-
নইলে তোমাদের হিংস্র মানবিকতাবোধ কে;জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিতাম।
এই ভাবে আমি জ্বলেই যাব-
তোমাদের হিংস্র চরিত্র দেখে।
সেই দিন হব আমি ছাই-
যেদিন দরিদ্রতা কেটে যাবে আমার
স্বদেশ ভূমিতে.....