এক অদ্ভুত প্রানীর জন্ম পৃথিবী তে
রক্তের আঁশটে দুর্গন্ধ গায়ে চোখে হাতে-
কুকুর সর্পদন্তের চেয়েও প্রবল
সুতীক্ষ হিংস্র শিকারী- এদের তলব।


বাঘ শিয়াল কুকুর হরিন সোবায়
এদের শঙ্কায় শব্দে অদৃষ্টে পালায়,
গাছেদের দ্যোতনায় পাখি নীড় ছেড়ে
প্রান ভয়ের নিনাদে চলে যায় উড়ে।


আশ্চর্য এই জীবের আহার মুখ
পৃথিবীকে গিলে খায় এরা সর্বভূক-
তীক্ষ্ণ নখ শানিতের ঘাতে প্রতিঘাতে
পৃথিবী নিঃস্ব হয়েছে প্রতি নব প্রাতে।


ইশারায় রক্তে জিনে হিংস্র বীজ জমে-
পূর্বসূরিরা বন্ধন তাই সে নিয়মে,
প্রাচীন রক্ত বইছে হৃদয়ে এদের
কৃষ্ণ নানক কবির দায়ুদ খ্রিস্টের -