অমাময়ীর আঁধারে পৃথিবীর হৃদয়
স্তব্ধ হয়ে যায়- মুছে যায় অম্বর আলো-
সৃজনের স্বপ্ন ব্যহত হয়- ক্লান্তি ধিক্কার
সাড়া দেয় আলোক আঁধারের খেলায়।


মৃত্যুর কোলে যেন ঢলে পড়ে পৃথিবী-
আলোর দির্ঘ অপেক্ষা ইতিহাস হয়ে যায়,
মুমূর্ষু সৃজন ভূলে যায় জীবনের বাণী।
পূর্ণিমার রঙ আরোগ্যের নব অবয়ব গড়ে
জীবনের সার কথা তুলে ধরে-
পৃথিবীকে নিয়ে যায় অজীর্ণ আলোর পথে,
নবায়ন উন্মেষ স্পৃহা জাগায় নব হৃদয়ে।


কোটি কোটি জীবকূল অমাময়ীর ভাইরাসে
ভরে যায়, মুমূর্ষু ক্লান্ততা ধিক্কার সাড়া দেয়
গ্রাস করে চরম দুঃখ যন্ত্রণা শোক বিরহ-
মরবো বলেও হয়নি মরা- বাঁচি শবের ন্যয়
সুষ্ঠ আনন্দের দরজায় ডুকে পড়ে
বিমর্ষ অমাময়ীর কালি- বেরঙিন হৃদয়;
হারিয়ে ফেলে প্রেম ভালোবাসা ইচ্ছা।


মানবের ললাটে এক পলক উল্লাস আসে
এক চিলতে হাসির ফিনিক গজিয়ে-
জেগে ওঠে মরা প্রান; জীবনের সত্যতা।
আলোক আঁধারের খেলায় আবার
শুরু হয় পার্থিব মায়া, সংসার সূচনা-