একটি বার তাকিয়ে দেখো-
তিমির আঁধারে চাঁদ আজো জ্বলছে,
পূর্ণিমা রাত্রিতে সোনালী কিরনে
জোৎস্নার পর জোৎস্নায় চমক দিচ্ছে।
একটি বার তাকিয়ে দেখো-
শ্রাবন বিকালে ঘন মেঘ গর্জায়
চিল,ভেক,ব্রজের নিনাদে
চারিদিকে সেইরূপ বৃষ্টি বর্ষায়।
একটি বার তাকিয়ে দেখো-
চৈত্র ফাল্গুনে কাননে কাননে
বুক ভরা হরিৎ যৌবনে বসন্ত
সেজে ওঠে পল্লব কুসুমে নব কনে।
একটি বার তাকিয়ে দেখো-
গ্রাম-গঞ্জ-শহরের মহল্লায়
উদম বালকটির চোখের দিকে,
ক্ষুধার রোল ওঠে কান্নায়।
আর একটি বার চোখ রাখো
ইতিহাসের পাতায় কোম্পানি শাসনে,
শোষন লুন্ঠন স্পৃহাভরা অরাজকতা
বিদেশীর পর স্বদেশীর সেভাবেই প্রশাসন ।