নিরন্ন নিঃঝুম
স্বপ্নের হাহাকার ঝিঁ ঝিঁ পোকার ডাকে।
আমি কোন সকাল হতে বসে আছি
প্রাতঃ কালের আশায়,
সকাল আসেনি,আসেনি রাঙ্গা প্রভাত
শুধু বসে বসে দিন যায়
কোকিলের কন্ঠ আর তরুবরের শ্যামালিকা দেখে।
আমিতো মানুষ;জড়তো নই
তবু কেন আসেনি প্রভাত-!
মর্মব্যাথা শুকনোপাতার মতো উড়ে যায়,
ব্যাকূল ঘাটে নিঃস্ফল্লা আশায়
জীবন নদীর ঢেউ গুলি-
ভেবে যাই আচিন্ত সকাল,
অচিন্ত ভালবাসা
অচিন্ত নব জীবনের জন্য।
সকাল-আসুক সকাল
নবিন প্রভাত সকলের জন্য