দাড়াও বন্ধু,
মেরোনা, আমারা বহু বছর ধরে দিচ্ছি
তোমাদের বায়ু পুষ্প অচির প্রভা।
স্বশরীরে টেনেছি কার্বন।
বিনিময়ে দিয়েছি শুদ্ধ সমীরন।
তাও আঘাত দাও দাও কেন? বন্ধু মোদের।
আমাদেরও জীবন আছে-
তোমাদের মতো,কিন্তু
নেই কোনো স্বাধিনতা।
পঙ্গপালের মতো বনাণীতে যাও,
চুষে নাও মোদের সবুজ রক্ত।
সভ্যতার পর থেকে আজ তোমাদের হাতে
নিয়ত মৃত্যু বরন করেছি মোরা।
তরুহীন ধরীত্রির বুকে লুপ্তপ্রায় বহু খেচর।
তাদের ভবন কেড়েছো তোমরা।
তোমাদের লালসার সমুদ্রে আসছে-
আমাদের এক মহা বন্যা-
এই বন্যায় হয়ে যাব আমরা সবাই শেষ।
জন্মভূমি হবে তোমাদের মরূভূমির দেশ।
বুঝবে তখন আমাদের অবদান
বন্ধু------