শিউলির ডালে ডালে শরতের আসা
শরতের ভোরে ভোরে শিউলির সাজা।
শিউলির গন্ধ ভরা শরতের ভোরে
যেন আমেজ ছড়িয়ে দিলো বাঙালীর ঘরে।
একে একে দিন যায় আগমনে মা.....
আর কটা দিন বাকী এই নিয়ে ভাবা।
যেই মা ঘরে এল সপ্তমির দিনে
আনন্দের শুরু হল বাঙালির ঘরে।
আনন্দের দিন গুলি ক্ষনিকের হয়ে নবমী-দশমীর তরে।
ফিরে দিন যেই এল বিজয়ার ভোরে
বাঙালির মন যেন বেদনায় কুড়ে।
ক্ষনিকের মার আসা বাঙালির সারা বছরের প্রতিক্ষা--
শরতের দিন গুলি শিউলিরো সারা
বছরের অপেক্ষা--