ঐ কোন সমাজে জন্ম নিলাম
কটিপতিরা উল্লাসে আর, দরিদ্রেরা শ্রমে
দরিদ্রের ওই উদম ছেলে খাদ্যের লাগি ছুটে
মহাজনের মহান ছেলের আবদারেতেই জোটে।
ধূলোমাখা ওই ছেলেগুলো যেদিক সেদিক ঘোরে,
শহর মাঝে দেখা হলে একটি টাকা দিলেও লাগে।
মমতাহীন সমাজ টাকে,অবাক লাগে বারে বারে।
নৃত্য আমার চোখে, পড়ে এ দৃশ্য একে একে।
অশ্রুজল ফেলাছাড়া নেইকো কোনো পথ
নইলে আমি,ধূলিসাৎ -করে দিতাম এ দৃশ্যপট।