এসেছে শরৎ,শিউলির গন্ধভরা ভোর-
আমার মনের মনের মলিনতা নিবারিত হয় নিমেশেই।
নিঝুম নিস্তব্ধ,শিউলি আমায় বার্তা পাঠায়,
সমীরন এনে দেয় বার্তা,শিউলির সৌরভে যাই আমি ছুটে।
সোনালি রঙের বস্ত্র পরেছে শিউলি।শরৎ সাজিয়ে দিয়েছে শিউলির অঙ্গ।
যেমন আমার মনকে সাজিয়ে ছিল তোমার অপরূপ সৌন্দর্য তেমনী!
হঠাৎ,কোকিলের কুহুতান চামেলির ডালে,যেন বার্তা পাঠায় চামেলি কোকিলের ডাকে।
যেমন তোমায় আমি ডেকেছিলাম অফুরন্ত ভালোবাসায়,তেমনী!
ভেসে আসে কর্নে আমার দোয়েলের মধুর সঙ্গিত।
বিভোর বিহূল মনে চোখ যায় তার দিকে ,তোমায় প্রথম দেখায়  চোখ গিয়েছিল আমার,তেমনী!
তন্ময়ে তাকিয়ে অশ্বথ্থের ডালে দেখি দুটি টিয়া প্রেম দিচ্ছে একে অপর কে,হঠাৎ বন্ধুকের শব্দ, পলকেই শেষ হয়ে যায় টিয়াটির প্রেম।
আরেকটি উড়ে যায় বিরহ-বেদনায়-হাহাকার অশ্রু নিয়ে।
যেমন আমি আজ বিরহ-বেদনায় বিচ্ছেদ,তেমনী!
বহুদিন পর সেই টিয়াটির সাথে দেখা,পেয়ার ডালে,আতঙ্কিত চোখ-সঙ্গিহারা মন,বিরহ-হাহাকার নিয়ে,আজও ভাবছে তার সঙ্গিনীকে।
যেমন আমি আজও ভাবী,তোমায়-
সেই তেমনী....